খাতড়া: চার শতাব্দীর ঐতিহ্য, সিমলাপাল রাজবাড়ির অনন্য দুর্গাপুজো বিসর্জন
প্রায় চার শতাব্দী পুরনো ঐতিহ্য জড়িয়ে রয়েছে বাঁকুড়ার সিমলাপাল রাজবাড়ির দুর্গাপুজোর সঙ্গে। রাজপরিবারের এই পুজোকে ঘিরে রয়েছে অসংখ্য ইতিহাস ও প্রাচীন প্রথা। এখনও প্রতি বছর নির্দিষ্ট নিয়ম মেনে মাতৃপ্রতিমার নিরঞ্জন সম্পন্ন করা হয়। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল বিসর্জনের ঐতিহ্যবাহী রীতি। বিসর্জনের সময়ে দু’টি বড় কাঠের উপর সম্পূর্ণ প্রতিমাটিকে বসানো হয়, তারপর অসংখ্য ভক্ত মানুষের কাঁধের উপর দিয়ে বহন করা হয় শিলাবতী নদীর ঘাট পর্যন্ত। এ দৃশ্য দেখতে প্রতিবছর ভিড়ে ঠাসা থাকে