সীমলাপাল: মহাষষ্ঠীতে সিমলাপাল লালময়দান সার্বজনীন দুর্গোৎসব কমিটির ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি
সিমলাপাল লাল ময়দান সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজোর উদ্বোধন করলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়। এছাড়াও এই শুভ উদ্বোধন উপস্থিত ছিলেন তালডাঙ্গরা তৃনমূল বিধায়ক ফাল্গুনী সিংহ বাবু সহ একাধিক প্রশাসনিক কর্মকর্তারা