কালনা ২: মণ্ডপেই সিনেমা হল! উত্তমকুমার থিমে পূর্ব সাতগাছিয়ার সংহতি ক্লাবের দুর্গাপুজোয় নস্টালজিয়ার ছোঁয়া
বাংলা সিনেমার মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে এবার পূর্ব বর্ধমানের কালনায় আস্ত এক নন্দন! পূর্ব সাতগেছিয়া সংহতি ক্লাবের নিবেদন মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষে তাকে শ্রদ্ধাঞ্জলি। মণ্ডপের দেওয়াল জুড়ে উত্তমকুমারের বিরল ছবি, পোস্টার, ব্যক্তিগত জীবনের নানা ঝলক। তার সঙ্গে থাকবে বিশাল স্ক্রিনে সিনেমার ক্লিপিংস প্রদর্শন। বাজবে চিরস্মরণীয় গান। সব মিলিয়ে যেন এক ভিন্টেজ সিনেমা হলে প্রবেশ করবেন দর্শকরা।