কুমারগ্রাম: পাকরিগুড়ির নামাপাড়া এলাকায় সংকোশ নদী থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার
শুক্রবার কুমারগ্রাম ব্লকের পাকরিগুড়ির নামাপাড়া এলাকায় সংকোশ নদী থেকে এক যুবকের পচাগলা দেহ উদ্ধার হল। মৃতের নাম রাজদীপ সরকার (২১)। বারুইপাড়া গ্রামে তার বাড়ি। এদিন সংকোশ নদীতে রাজদীপের দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বারবিশা ফাঁড়ির পুলিশ। এরপর নদী থেকে দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে, গত ২৩ সেপ্টেম্বর সংকোশ নদীতে স্নান করতে নামার সময় পা পিছলে তলিয়ে গিয়েছিল রাজদীপ।