স্বরূপনগর: সীমান্ত পরিস্থিতি পরিদর্শনে রাজ্যপাল: বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক
রাজ্যের সীমান্ত পরিস্থিতি সচক্ষে দেখতে আজ, সোমবার, ঠিক বিকেল ৫টায় উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্তে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি সরাসরি বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের ক্যাম্পে যান। আধিকারিকদের সঙ্গে তার আলোচনার মূল বিষয়বস্তু ছিল অনুপ্রবেশকারীদের বাংলাদেশে ফিরে যাওয়া (পুশব্যাক) এবং সীমান্তবর্তী এলাকার সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা। সম্প্রতি হাকিমপুর সীমান্ত দিয়ে বহু অনুপ্রবেশকারীর ফেরার প্রক্রিয়া শুরু হওয়ায় এই পরিদর্শন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।