আজ বিকেল চারটে নাগাদ বাঁকুড়া জেলা মতুয়া মহা সংঘের ডাকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বড়জোড়া বিধানসভার অন্তর্গত সীতারামপুর মানচর থেকে শুরু হওয়া এই মিছিলটি পল্লীশ্রী কলোনীর হরি মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক মতুয়া সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেন।
বাঁকুড়া ১: নির্বাচন কমিশনের বিরুদ্ধে পথে নামল মতুয়া মহা সংঘ, বড়জোড়ায় বিক্ষোভ মিছিল, তীব্র স্লোগানে মুখর এলাকা - Bankura 1 News