বালি-জগাছা: ছট পুজো উপলক্ষে জোরে ডিজে বক্স বাজানোর প্রতিবাদ করার এক আইনজীবীকে বেধড়ক মারধর লিলুয়া গোশালা রোড এলাকার ঘটনা
হাওড়া লিলুয়া থানা অন্তর্গত গোশালা রোডের একটি ছট পূজা উপলক্ষে জোরে ডিজে বক্স বাজানো প্রতিবাদ করাতেই বেধারক মার খেতে হল কলকাতা হাইকোর্টের এক আইনজীবীকে । সোমবার আনুমানিক 7 টা নাগাদ লিলুয়া থানায় অভিযোগ জানানো হয়। ওই আইনজীবী আহত অবস্থায় হাওড়া হাসপাতালে চিকিৎসাধীন. মারধরের ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরা