টয়লেট থাকলেও নেই জলের ব্যবস্থা। তাই নোংরা টয়লেট ব্যবহার না করে টয়লেটের বাইরেই মূত্র ত্যাগ করতে বাধ্য হচ্ছেন বান্দোয়ান এলাকার বাসিন্দারা। পুরুলিয়ার বান্দোয়ানের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঠিক বিপরীতেই বান্দোয়ান বাজারে পাড়ায় সমাধান স্কিমে বান্দোয়ান পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় ৫ লক্ষ্য ৯৩ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল পাবলিক কমিউনিটি টয়লেটের।কিন্তু নির্মাণে সার,দিনে দিনে ব্যবহারে অযোগ্য হয়ে উঠেছে ওই টয়লেটটি।