শুক্রবার ভাতারের নর্জা এলাকায় যাত্রী বোঝায় বাসের ধাক্কায় মারা গেলেন ভাতারের মাহাচান্দা গ্রামের এক যুবক। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া।
ভাতার: ভাতারের নর্জা এলাকায় যাত্রী বোঝাই বাসের ধাক্কায় মারা গেলেন এক যুবক, এলাকায় শোকের ছায়া। - Bhatar News