ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিটি শক্তি কেন্দ্র স্তরে চলছে পরিবর্তন সভা প্রতিটি পরিবর্তন সভা থেকে বিজেপি নেতৃত্বরা আগামী বিধানসভা নির্বাচনে সরকার পরিবর্তনের ডাক দিচ্ছে তাদের বক্তব্যের মাধ্যমে সেই মতো বান্দোয়ান মন্ডল একের অন্তর্গত বানজোড়া গ্রাম পঞ্চায়েতের কাইপাড়া গ্রামে শনিবার বিকেলে আয়োজিত এক পরিবর্তন সভা, এদিন পরিবর্তন সভায় উপস্থিত ছিলেন, ঝাড়গ্রাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক লবসেন বাসকে, ওবিসি মোর্চার রাজ্য কমিটির সদস্য অক্ষয় কুমার মাহাতো