ভগবানগোলা ১: নেতাজি সুভাষ বিমানবন্দরে ধরা পড়ল আলতাফ হত্যাকাণ্ডের দুই অভিযুক্ত – ঈদোলা বিবি ও সালাম সেখ
আলতাফ সেখ হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা এলাকায়। অবশেষে ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত ঈদোলা বিবি ও তার প্রেমিক সালাম সেখ-কে গ্রেপ্তার করতে সক্ষম হলো পুলিশ। শুক্রবার দুপুর বারোটা নাগাদ কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে এই দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, আলতাফ শেখের স্ত্রী ঈদোলা বিবি ও তার প্রেমিক সালাম সেখ মিলে গত ১০ জুন, মঙ্গলবার আলতাফ শেখকে নৃশংসভাবে খুন করে।