নলহাটি ১: দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কে নারকেলতলা বাসস্ট্যান্ড এলাকা বিশেষ অভিযান নলহাটি থানা ট্রাফিক পুলিশের, উপস্থিত ট্রাফিক OC
দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কে নারকেলতলা বাসস্ট্যান্ড এলাকা বিশেষ অভিযান নলহাটি থানা ট্রাফিক পুলিশের । আজ বুধবার সন্ধ্যা ৭:৩০ নাগাদ সেই চিত্র ধরা পরলো আমাদের ক্যামেরায় নলহাটি থানার অন্তর্গত রানীগঞ্জ- মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কের নারকেলতলা বাসস্ট্যান্ড এলাকায়। প্রসঙ্গত প্রতিদিনই রানীগঞ্জ- মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে কোথাও না কোথাও ঘটছে সড়ক দুর্ঘটনা , তাও ট্রাফিক আইন ভঙ্গ করে জাতীয় সড়কে চলাচল করতে পিছুপা হচ্ছেন না চালকরা ।