আজ ১৩ই জানুয়ারি, মঙ্গলবার রাত প্রায় আটটা নাগাদ ভয়াবহ বাইক দুর্ঘটনারl ঘটল খামেড্ডার মাঠে। স্থানীয় সূত্রে জানা যায়, খামেড্ডা এলাকা থেকে একটি বাইকে করে তিনজন যুবক বীরচন্দ্রপুরের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে খামেড্ডা ক্যানেল পাড়ের কাছে হঠাৎই বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। এর জেরে বাইকটি রাস্তা থেকে ছিটকে পড়ে পাশের একটি জমির মধ্যে। এই দুর্ঘটনায় বাইকে থাকা তিনজন যুবকই গুরুতরভাবে আহত হন। জানা গেছে, আহতদের মধ্যে দু’জনের বাড়ি মল্লারপুর থানার ঘোষগ্রাম