কোচবিহার ২: কোচবিহার 2নং ব্লক এ দলকে সংগঠিত ও শক্তিশালী করার জন্য সকল নেতৃত্বের কাছে আবেদন জানালেন তৃণমূলের ব্লক সভাপত
কোচবিহার 2নং ব্লকে তৃণমূলকে সংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানালেন তৃণমূলের ব্লক সভাপতি। উল্লেখ্য শনিবার কোচবিহার 2 নং ব্লকের কংগ্রেস কমিটির ডাকে সমস্ত নেতৃত্ব দেন নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয় পুন্ডিবাড়ী নেতাজি ভবনে। এই সভায় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সজল সরকার, পঞ্চায়েত সমিতির সভাপতি গায়িত্রী সরকার, জেলা পরিষদ সদস্য পরিমল বর্মন, কৃষ্ণেন্দু আইচ সহ ব্লকের সমস্ত নেতৃত্বরা। এখানেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের ব্লক সভাপতি সজল সরকার কি জানিয়েছেন শুনে নেব