বেশ কয়েকদিন ধরে এলাকার একাধিক বাড়ি থেকেই চুরি গেছে অম্রুত প্রকল্পের কল ও মিটার।প্রথমে বৃহস্পতিবার রাত্রে এলাকায় বেশ কয়েকটি বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পরের দিন সকালে উঠে তারা দেখেন কল ও মিটার চুরি হয়ে গেছে শুধু মিটারের বাক্সটি পড়ে রয়েছে।এরপর গত রাতে আবারও পরপর বেশ কয়েকটি বাড়িতে একই ঘটনা ঘটে।এইভাবে একের পর এক বাড়ি থেকে পানীয় জলের কল ও মিটার চুরির যাওয়ার ঘটনায় স্বভাবতই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।