সীমলাপাল: পার্শ্বলা সমবায় সমিতিতে তৃণমূলের নিরঙ্কুশ জয়
শুক্রবার পার্শ্বলা সমবায় সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ছয়জন প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। পার্শ্বলা অঞ্চল সভাপতি শুভেন্দু হালদারের নেতৃত্বে নির্বাচিত এই দলের মধ্যে রয়েছেন দুইজন মহিলা ও চারজন পুরুষ প্রতিনিধি। এদিন পার্শ্বলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে নবনির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি নবনিযুক্ত সিমলাপাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন পাত্র, সহ-সভাপতি রবিদাস চক্রবর্তী, যুব সভাপতি ঝন্টু কোটাল