শীতলকুচি: দেওয়ানকোর্ট জয়দুয়ার গ্রামে উত্তেজনা ছড়াল বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মনের সফর ঘিরে
রবিবার শীতলকুচি ব্লকের দেওয়ানকোট সর্বেশ্বর জয়দুর এলাকায় বিধায়কের সফর ঘিরে উত্তেজনা।জানা গিয়েছে, এদিন স্থানীয় একটি অষ্টপ্রহর অনুষ্ঠানে যোগ দিতে যান বিধায়ক। সেই সময় অনুষ্ঠানের কাছে উপস্থিত কিছু তৃণমূলের কর্মী ও সমর্থক"গো ব্যাক" স্লোগান দিতে শুরু করেন। মুহূর্তে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে পুলিশ দিয়ে ঘটনা নিয়ন্ত্রণ নিয়ে আসে। বিধায়ক জানায় এটা তৃণমূলের কালচার।