কৃষ্ণনগর ১: বকেয়া বেতনের দাবিতে কৃষ্ণনগর BSNL দপ্তরের ধরনায় বসলেন BSNL কেজুয়াল মজদুর ইউনিয়ন
বুধবার কৃষ্ণনগর BSNL দপ্তরের বকেয়া বেতন সহ আরো অন্যান্য দাবী নিয়ে ধরনাই বসলেন BSNL ক্যাজুয়াল মজদুর ইউনিয়নের পক্ষ থেকে। দীর্ঘ কয়েক মাস ধরে বেতন বাকি থাকায় সমস্যায় পড়ছেন কর্মীরা, এবার বেতনের দাবিতেই কৃষ্ণনগর BSNL দপ্তরের ধরনায় বসলেন।