হরিহরপাড়া: হরিহরপাড়ায় শক্তি বাড়াল আইএসএফ! সিপিআইএম-তৃণমূল-কংগ্রেস ছেড়ে ২৫০ কর্মীর যোগদান
হরিহরপাড়ায় শক্তি বাড়াল আইএসএফ! সিপিআইএম-তৃণমূল-কংগ্রেস ছেড়ে ২৫০ কর্মীর যোগদান মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার আব্দুলপুরে মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো আইএসএফের পথসভা। এই রাজনৈতিক সভা ঘিরে এলাকায় দেখা যায় উচ্ছ্বাস এবং ভিড়। সভামঞ্চ থেকে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন আইএসএফ নেতৃত্ব। সিপিআইএম, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রায় ২৫০ জন কর্মী একযোগে ত্যাগ করেন তাঁদের পুরনো দল এবং যোগদান করেন আইএসএফে।