বারুইপুর: লোকনাথ সংঘের কালী পূজার মন্ডপ বদ্রীনাথ ধামের উদ্বোধন করলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
বারইপুর ধপাগাছি বারুইপুর সদর দপ্তরের প্রাঙ্গনে লোকনাথ সংঘের পরিচালনায় বারুইপুর সদর দপ্তরের মাঠে ২৭ বৎসরের কালীপূজা।উদ্বোধন করতে আসেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবার ও যাদবপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সভাপতি শুভশীষ চক্রবর্তী, বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায় চৌধুরী, উপপৌর প্রধান গৌতম দাস, বারুইপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কানন দাস, ।