ময়নাগুড়ি: তারারবাড়ি ও খাটোর বাড়ি এলাকার বন্যা দুর্গত পরিবার গুলির কচিকাঁচাদের নিয়ে পুজো পরিক্রমা জেলা যুব তৃণমূল কংগ্রেসের
তারারবাড়ি ও খাটোর বাড়ি এলাকার বন্যা দুর্গত পরিবার গুলির কচিকাঁচাদের নিয়ে পুজো পরিক্রমা জেলা যুব তৃণমূল কংগ্রেসের।তারার বাড়ি ও বুধবার বিকেলে ময়নাগুড়ির আমগুড়ির বন্যা কবলিত এলাকা থেকে ছোট ছোট শিশুদের গাড়িতে করে নিয়ে এসে ময়নাগুড়ি শহরের বেশ কয়েকটি পূজা পরিক্রমা করান জেলা তৃণমূল যুব কংগ্রেস। জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রামমোহন রায় জানান গত ৫ই অক্টোবর জলঢাকার বাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ির বিভিন্ন এলাকা তারমধ্যে এখনো কিছু