খোয়াই: মহা ধুমধাম এর সঙ্গে খোয়াই এর বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে বিশ্বকর্মা পুজো
Khowai, Khowai | Sep 17, 2025 মহা ধুমধাম এর সঙ্গে খোয়াই এর বিভিন্ন প্রতিষ্ঠানে চলছে বিশ্বকর্মা পুজো এদিন দুপুর ১২ঃ০০ টা থেকে খোয়াই পুর পরিষদ সমেত বিভিন্ন জায়গায় পূজোর দৃশ্য পরিলক্ষিত হয়। ভালো সংখ্যায় ভক্তবৃন্দদের উপস্থিতি লক্ষ্য করা যায় প্রত্যেকটি পূজো মন্ডপে। মহা ধুমধাম এর সঙ্গে খোয়াই শহরে বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজিত হয়েছে বিশ্বকর্মা পুজো।