হবিবপুর: বন্দেমাতরমের সার্ধশতবর্ষে বিজেপির উদ্যোগে রঙিন শোভাযাত্রা বৈদ্যপুরে
বন্দেমাতরম রাষ্ট্রীয় সংগীতের সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে শুক্রবার সকালবেলা ভারতীয় জনতা পার্টির উত্তর মালদা সাংগঠনিক জেলার হবিবপুর মন্ডল-৩ এর উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বৈদ্যপুর অঞ্চলের পার্বতীডাঙ্গা চাকলির দুর্গা তলা থেকে পান্নাপুর বিএসএফ ক্যাম্প পর্যন্ত জাতীয় পতাকা হাতে সমবেত কণ্ঠে ও মাইকের তালে রাষ্ট্রীয় সংগীত ‘বন্দেমাতরম’ গেয়ে দেশপ্রেমের আবহে মেতে ওঠেন সকলে।