খয়রাশোল: খয়রাশোলে শতাব্দীপ্রাচীন গোষ্ঠমেলা শুরু হল বুধবার, এদিন বলরাম মন্দির থেকে বলরাম জিউর বিগ্রহ নিয়ে আসা হল গোষ্ঠমেলায়
খয়রাশোলে শতাব্দীপ্রাচীন গোষ্ঠমেলা শুরু হল বুধবার। বুধবার বিকাল চারটা নাগাদ বলরাম মন্দির থেকে বলরাম জিউর বিগ্রহ নিয়ে আসা হল গোষ্ঠমেলা প্রাঙ্গণে। সঙ্গে কৃষ্ণ বিগ্রহও। মেলায় শুধুমাত্র খয়রাশোল নয়, বীরভূম জেলার নানা প্রান্ত-সহ ঝাড়খণ্ড থেকেও মানুষজন আসেন পুজো দেখতে। এদিন বিগ্রহ নিয়ে যাওয়ার সময় ৫০ থেকে ৬০টি থালায় মেলা প্রাঙ্গণে ভোগ পাঠানো দেখতে ভিড় জমান হাজার হাজার ভক্তরা।