আবারো মানবিক ভূমিকায় দেখা গেল ভাতারের পশু প্রেমি আমির শেখ কে, তিনি শনিবার নটার সময় জানান মুরাতিপুর বাজারে আসা বেশ কিছু ভিক্ষুককে তিনি শীতবস্ত্র তুলে দিলেন। এ বছর প্রচন্ড শীত পড়েছে। শীতে কষ্ট পাচ্ছে বহু মানুষ। ভাতারের পশুপ্রেমী আমির শেখ সারা বছর গরিব মানুষের পাশে থাকেন। তিনি শনিবার সকাল থেকে বেশ কিছু ভিক্ষুককে শীতবস্ত্র তুলে দিলেন। পশু প্রেমি আমির সেখ জানান সারাবছর ধরে আমি এই কাজ করি। তবে শীত পড়ায় শীত বস্ত্র বিতরণ করলাম আজ।