জনতা উন্নয়ন পার্টির কার্যালয় উদ্বোধনের পর তৃণমূলকে এক হাত নিলেন দলের চেয়ারম্যান হুমায়ুন কোবির। শুক্রবার বেলডাঙ্গা ১ নম্বর ব্লকের বড়ুয়া এলাকায় জনতা উন্নয়ন পার্টির কার্যালয় উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দলের চেয়ারম্যান হুমায়ুন কোবির। তিনি জানিয়েছেন, মুর্শিদাবাদে বিজেপিকে না পারলেও তৃণমূল কে শূন্য করব। যদিও বাবরি মসজিদ প্রসঙ্গে তিনি বেশ কিছু আখ্যা দেন।