চুঁচুড়া-মগরা: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের এবছরের থিম মহেঞ্জোদারো
আজাদ হিন্দ ক্লাবের এ বছরের থিম মহেঞ্জোদারো। চুঁচুড়া শহরে শতাধিকের কাছাকাছি দুর্গাপুজো হয়। চুঁচুড়ার বড়বাজারে রয়েছে আজাদ হিন্দ ক্লাব। প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষে পদার্পণ করেছে এই পুজো। এ বছর তাদের থিম মহেঞ্জোদারো। ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে মন্ডপটিকে।