শান্তিপুর: আজ গোবিন্দপুর এবং পাঁচপোতা মোড়ে দুটি ট্রাফিক কিয়স্কের উদ্বোধন করলেন রানাঘাট জেলার পুলিশ সুপার আশিষ মৌর্য
Santipur, Nadia | Oct 29, 2025 আজ গোবিন্দপুর এবং পাঁচপোতা মোড়ে দুটি ট্রাফিক কিয়স্কের উদ্বোধন করলেন রানাঘাট জেলার পুলিশ সুপার আশিষ মৌর্য। সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদার, এসডিপিও সবিতা গাটোয়াল, ডিএসপি ট্রাফিক সঞ্জয় কুমার, শান্তিপুরের সিআই কাজল ব্যানার্জি, ওসি অনুপম ঢালী প্রমূখ। প্রসঙ্গত কিয়স্ক দুটি নির্মিত হয়েছে স্থানীয় মানুষের সহযোগিতায়। বিশেষত স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান"  শাহ্" এন্টারপ্রাইজ এবং পাঁচপোতা সমবায় ব্যাংক এই ব্যাপারে অনেকটাই ভূমিকা নিয়েছে বলে জানা