বরাবাজার: কন্যা সন্তান হওয়ার আনন্দে ফুল সাজানো গাড়িতে করে সিন্দরী গ্রামে নিজের বাড়িতে পৌঁছালো সন্তানের বাবা-মা
একসময় কন্যা সন্তান বাড়িতে জন্মালে পরিবারের কাছে অপয়া বলে পরিচিত হত কন্যা সন্তানের মা। লাঞ্ছনা গঞ্জনার শিকার হতে হতো মাকে, বদলেছে দিন এখন ছেলে হোক আর মেয়ে হোক দুইয়ে যে সমান তা প্রতিটি বাবা-মা ভালোভাবে বুঝে গেছেন। কারণ প্রতিটি ক্ষেত্রেই ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে এমনকি ছেলেদের থেকে কিছুটা আগে প্রতিটি পদক্ষেপে মেয়েরা এগিয়ে রয়েছে। সেই কন্যা সন্তান হওয়ার খুশিতে রবিবার দুপুরে এক অভিনব চিত্র ধরা পড়লো বরাবাজার ব্লকের অন্তর্গত সিন্দরী গ্রামে।