আমবাসা: পূজা পরিক্রমায় আমবাসা টাউন ক্লাবের উদ্যোগে আয়োজিত পূজা প্যান্ডেল পরিদর্শন করে মা দুর্গার আশির্বাদ গ্রহণে মন্ত্রী
Ambassa, Dhalai | Sep 28, 2025 পূজা পরিক্রমায় আমবাসা টাউন ক্লাবের উদ্যোগে আয়োজিত পূজা প্যান্ডেল পরিদর্শন করে মা দুর্গার আশির্বাদ গ্রহণের সৌভাগ্য প্রাপ্তি হয় রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এদিন টাউন ক্লাবের উদ্যোগে মন্ত্রী মহোদয় কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।