পাঁচলা: পাঁচলা ধামিসা ঘোষাল পাড়া করুণাময়ী আশ্রমে শীতলা মাতা ও কালী মায়ের পূজার্চনা
Panchla, Howrah | Aug 23, 2025 হাওড়া পাঁচলা ধামিসা ঘোষাল পারা করুণাময়ী আশ্রমে প্রতিবছরের মত এবছর মা শীতলা মাতা ও কালী মায়ের পূজার্চনা করা হয়।। এই পুজো দেখতে বা মানুষের সমস্যার কথা জানাতে এই আশ্রমে বিভিন্ন জেলা থেকে আসা বহু পুন্যাথি সমাগম হয়। এই আশ্রমের প্রতিষ্ঠাতা ভবদিয়া রানু ঘোষাল ১৪২৪ সালে এই মন্দির প্রতিষ্ঠাতা করা হয়। বিশিষ্ট জ্যোতিষ অভিজিৎ ঘোষাল ২০২৫ সালে ১৫ ই আগস্ট কেন্দ্রীয় সরকারের তরফ থেকে সম্বন্ধনা করা হয়। বর্তমানে এই আশ্রমের দায়িত্ব অভিজিৎ ঘোষালের হাতে।