খোয়াই: দুপুর তিনটার পর থেকে সুভাষ পার্ক বই মেলার মাঠে লক্ষ্মী পুজোর বাজার জমে উঠলো
Khowai, Khowai | Oct 5, 2025 দুপুর তিনটার পর থেকে সুভাষ পার্ক বই মেলার মাঠে লক্ষ্মী পুজোর বাজার জমে উঠলো আস্তে আস্তে ব্যাপক ভিড়্বর পরিলক্ষিত হয় সুভাষ পার্ক বই মেলার মাঠে দুপুর তিনটার পর থেকে। রাত প্রায় বারোটা পর্যন্ত চলবে এই লক্ষী পূজোর বাজার। বইমেলার মাঠ প্রাঙ্গণ চত্বরে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে জোরদার। যাতে করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।