বর্ধমান ১: তৃণমূল নেতার NGO কে ব্যবহার করে অভিষেকের স্বাস্থ্য শিবিরে কোটি কোটি টাকার লেনদেন,বর্ধমানের কোন নেতা নিশানা করলো শুভেন্দু
বড় অংশ টাকা ব্যবহার হচ্ছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড-হারবারের স্বাস্থ্য শিবিরে ব্যব, মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ বর্ধমানের জেলা বিজেপির কার্যালয়ে আছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, আর সেখানেই এই বিস্ফোরক অভিযোগ করেন তিনি, আর এই নিয়ে পাল্টা জবাব দিয়ে যুব তৃণমূলের জেলা সভাপতি রাসবিহারী হালদার বলেন, দেখুন কে কি বলল এই ধরনের ভুলভাল কথা, তিনি যতবারই আসছেন এরকমই ভুলভাল মন্তব্য করছেন বিরোধী দলনেতা। আমাদের নেতা সমাজের সংসদ অভিষেক।