মাটিগাড়া: বিশেষভাবে সক্ষম মানুষদের সুবিধার্থে শিলিগুড়িতে 'সেবা প্রাণ' শিবিরের আয়োজন করল মাড়োয়ারি যুব মঞ্চ
বিশেষভাবে সক্ষম মানুষদের সুবিধার্থে 'সেবা প্রাণ' নামে এক বিশাল কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন শিবিরের আয়োজন করল মাড়োয়ারি যুব মঞ্চ শিলিগুড়ি শাখা। রবিবার থেকে শুরু হল এই তিন দিবসীয় শিবির। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসবি ইন্সপেক্টর জেনারেল (ওপিএস) বন্দন সাক্সেনা, জাতীয় মাড়োয়ারি ফাউন্ডেশনের ট্রাস্টি সুশীল বেরেলি এবং সমাজসেবক সত্য প্রকাশ গর্গ।