গাজোল: মনোবাঞ্ছা পূরণের জন্য ১ ভক্ত কোচবিহার থেকে রাস্তায় দন্ডি কেটে দক্ষিণেশ্বর কালী মন্দিরে পৌঁছাবেন,আহড়া ১২ নং জাতীয় সড়ক
Gazole, Maldah | Nov 10, 2025 মনোবাঞ্ছা পূরণের জন্য এক ভক্ত কোচবিহার থেকে রাস্তায় দন্ডি কাটে কেটে কলকাতা দক্ষিণেশ্বর কালী মায়ের মন্দিরে পৌঁছাবেন সেই উদ্দেশ্যে তিনি কোচবিহার থেকে এই যাত্রা শুরু করেছেন। সোমবার আজ সকাল ৯ টা নাগা দেখা গিয়েছে ওই ভক্ত গাজোলের আহোড়া ১২ নং জাতীয় সড়ক দিয়ে দন্ডি কেটে যাচ্ছেন কলকাতার উদ্দেশ্যে। তার সাথে রয়েছেন এক ভক্ত সাধু বাবা। জানা গিয়েছে দন্ডি কেটে দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে ভক্তের নাম বিভাস চক্রবর্তী,বাড়ি কুচবিহার কুন্ডি বাড়ি গ্ৰাম