বংশীহারী: সাংসদ সুকান্ত মজুমদারের দেওয়া পুরস্কার নিতে অস্বীকার বংশীহারীর গৌড়ি পাড়া বিলবড়াইল সার্বজনীন দুর্গাপূজা কমিটি
বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদারের শারদ সম্মান পুরস্কার ফেরালেন বংশীহারী ব্লকের গৌড়ি পাড়া বিলবড়াইল সার্বজনীন দুর্গাপূজা উৎসব কমিটি। বৃহস্পতিবার বিকেল ৫ঃ৩০ নাগাদ পূজো মণ্ডপের সামনে সংবাদ মাধ্যমকে এ কথা বললেন সংগঠনের সদস্যরা। প্রসঙ্গত, বালুঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক ব্লকের তিনটি পূজো কে শারদ সম্মান দেওয়ার ঘোষণা করেন। এই মর্মে নবমী পূজোর দিন বংশীহারী ব্লকের গৌরি পাড়া বিল বড়াইল সার্বজনীন দুর্গা