ধূপগুড়ি: রেডব্যাংক চাবাগানে এক রাতে দুইবার রেশন দোকান ভেঙ্গে দশ বস্তা চাল তুলে নিয়ে গেল একটি দাতাল হাতি
এক রাতে দুইবার এসে রেশনের দোকান ভেঙ্গে কয়েক বস্তা চাল তুলে নিয়ে গেল একটি দাতাল হাতি। রবিবার রাতে বানারহাট ব্লকের রেডব্যাংক চাবাগানের এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে সোমবার বিকেল চারটা নাগাদ ডায়না রেঞ্জের বনকর্মিরা এসে ক্ষতিগ্রস্ত রেশনের দোকানটি পরিদর্শন করে যায়।জানা হাতি গত রবিবার রেডব্যাংক চাবাগানের ম্যানেজার বাংলোর কাছে একটি টুকরো জঙ্গলে লুকিয়ে ছিল।রাত দশটা নাগাদ রেডব্যাংক চাবাগানের ৩ নং লাইনে সংযোগ স্বনির্ভর গোষ্ঠীর এই রেশনের দোকানটি ভেঙ্গে দ