ময়নাগুড়ি: ৬৯ তম রাজ্য স্কুল অ্যাথলেটিক গেমসে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করল জলপাইগুড়ির দিনমজুর পরিবারের ছেলে অলিক হোসেন
৬৯ তম রাজ্য স্কুল অ্যাথলেটিক গেমসে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করল জলপাইগুড়ির দিনমজুর পরিবারের ছেলে অলিক হোসেন। গত ৩০ ও ৩১ শে অক্টোবর কলকাতার সটলেকে অনুষ্ঠিত হওয়া রাজ্য স্কুল অ্যাথলেটিক গেমসে ২০০ মিটার দৌড়ে দ্বিতীয় স্থান এবং ১০০ মিটার দৌড়ে তৃতীয় স্থান অধিকার করে খুবই খুশি জলপাইগুড়ির শ্রীরামপাড়ার আলীক হোসেন। শনিবার বিকেল চারটা নাগাদ সে কলকাতা থেকে বাড়ি ফেরে অলীক বেরুবাড়ী তপশিলি ফ্রী হাই স্কুলের ছাত্র।ছোটবেলায় অলীকের বাবা মারা যাওয়ার পর