বাড়ির পাশের সেগুন বাগান থেকে গলায় গামছা জড়ানো এক মহিলার দেহ উদ্ধার করল বান্দোয়ান থানার পুলিশ। পুলিশ জানায় মৃতের নাম জ্বালা কৈবর্ত(৩৩)। এদিন সকালেই স্হানীয় মানুষজনের নজরে আসতেই খবর দেয় হয় বান্দোয়ান থানায়। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে পুরুলিয়া মেডিক্যালে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।