বিশালগড়: চড়িলাম পরিমল চৌমহনী এলাকায় এক ব্যবসায়ীকে মারধরে ঘটনায় বিশালগড় থানায় ডেপুটেশন বাজার ব্যবসায়িকরা
গত কিছুদিন আগে চড়িলাম পরিমল চৌমহনী এলাকায় বাজার ব্যবসায়িক স্বপন মজুমদারকে মারধর করে এক বাজার ব্যবসায়িক রাজেশ দাস। পরবর্তী সময়ে রবিবার দুপুরে চড়িলাম সমস্ত বাজার ব্যবসায়িকরা স্বপন মজুমদারের উপর মারধরের ঘটনায় বিশালগড় থানায় ডেপুটেশন দেন বাজার ব্যবসায়িকরা।