সোনামুড়া: পরিকল্পিতভাবে যুবক খুন,অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ, ঘটনার যাত্রাপুর
পরিকল্পিত খুনের অভিযোগে সড়ক অবরোধ এলাকাবাসীর। ঘটনা যাত্রাপুর থানা এলাকায়। কাঠালিয়া বাণিজ্যিক এলাকার ত্রিমুখী চৌমোনিতে দীর্ঘ দুই ঘন্টা রাস্তা অবরোধ চলে। এই অবরোধের ফলে সোনামুড়া টু বিলোনিয়া মুখি বাইপাস সড়কের দুদিকে বহু ছোট মাঝারি ও দূরপাল্লার যানবাহন আটকে থাকতে হয়। এতে করে চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষের।