হীরবাঁধ: তিরশূলিয়ায় পঞ্চায়েতের উদ্যোগে নতুন মুক্তমঞ্চের উদ্বোধন
বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পর অবশেষে তিরশূলিয়া গ্রামে তৈরি হল মুক্তমঞ্চ। হিড়বাঁধ পঞ্চায়েতের উদ্যোগে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই মঞ্চ। শনিবার মুক্তমঞ্চের উদ্বোধন করেন পঞ্চায়েত প্রধান তৃণমূলের চন্দন মহন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য ও স্থানীয় বাসিন্দারা। চন্দন মহন্ত জানান, “গ্রামবাসীর সুবিধার কথা ভেবেই এই মঞ্চ নির্মাণ করা হয়েছে।”