ফরিদপুর দুর্গাপুর: দুর্গাপুরে করঙ্গ পাড়ায় ১৫৪ বছরের মন্ডল পরিবারে মন্দিরের পুজো, এই পুজোতে অষ্টমীর দিনকে চাল কুমড়ো বলি হয়
দুর্গাপুরে করঙ্গ পাড়ায় ১৫৪ বছরের মন্ডল পরিবারে মন্দিরের পুজো। এই মন্ডল পরিবারের মন্দিরের পুজোতে অষ্টমীর দিনকে প্রথা অনুযায়ী চাল কুমড়ো বলি দেয়া হলো মঙ্গলবার দুপুর দেড়টার সময়। এই আচার অনুষ্ঠানে উপস্থিত ছিল মন্ডল পরিবারের সদস্য ও সদস্যরা। এছাড়াও এলাকার বহু গুণীজন ব্যক্তি উপস্থিত ছিলেন।