পাঁশকুড়া: পাঁশকুড়া কেশিয়াড়ি ভুঁইয়াবাড় এলাকায় নিখোঁজ শিশুর দেহ উদ্ধার বাড়ির পাশে জলাশয় থেকে পাঁশকুড়া থানার পুলিশ
নিখোঁজ শিশু দেহ বাড়ির পাশে জলাসয় থেকে উদ্ধার করল পাঁশকুড়া থানার পুলিশ। গত দুদিন আগে নিখোঁজ হয়ে যায় পাঁশকুড়া কেশিয়াড়ি ভুঁইয়াবাড় এলাকায় তিন বছরের শিশু শেখ সোহেল। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয় পাঁশকুড়া থানায় দারস্ত হয় পরিবার। বাড়িতে খোঁজ নিতে গিয়েছিলাম পাঁশকুড়া পৌরসভার পৌর প্রশাসক নন্দকুমার মিশ্র । সোমবার দুপুর ১২ টা নাগাদ ডুবুরি নামিয়ে বাড়ির পাশে জলাশয় থেকে ওই তিন বছরের শিশুরই দেহ উদ্ধার করে পাঁশকুড়া থানার পুলিশ।