কালীগঞ্জ: কালিগঞ্জ ব্লক প্রশাসনের উদ্যোগে বিশ্ব শৌচালয় দিবস উদযাপন, পাগলাচণ্ডী গ্রামকে মডেল গ্রাম ঘোষণা
Kaliganj, Nadia | Nov 19, 2025 কালিগঞ্জ ব্লক প্রশাসনের উদ্যোগে বিশ্ব শৌচালয় দিবস উদযাপন করা হলো ৬ থেকে ১৯ শে নভেম্বর পর্যন্ত। এই উপলক্ষে দেবগ্রামে ব্লক কার্যালয়ে বিভিন্ন পঞ্চায়েত এলাকার উপভোক্তাদের হাতে নতুন শৌচালয় বানানোর ছাড়পত্র তুলে দেওয়া হলো ব্লক ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে। উপোক্তাদের হাতে ছাড়পত্র তুলে দেন ৫০ সমিতির সভাপতি শেফালী খাতুন, উপস্থিত ছিলেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি কালীগঞ্জের পানিঘাটা পঞ্চায়েতের সুজাপুর মৌজার পাগলা চণ্ডীগ্রামকে মডেল গ্রাম ঘোষণা করা হলো