ডোমকল: রাতের অন্ধকারে চুরি, উধাও ১২ লক্ষ টাকার সোনা ও নগদ টাকা ডোমকলে
রাতের অন্ধকারে চুরি, উধাও ১২ লক্ষ টাকার সোনা ও নগদ টাকা ডোমকলে রাতের সুযোগে প্রায় ১২ লক্ষ টাকার সোনা ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালা মোড় এলাকায়। জানা গেছে, বাড়ির মালিক রহেদ আলী সেখের দোকান ঘর ও বাড়ি—দুই জায়গা থেকেই চুরি হয়েছে সোনার গহনা ও নগদ প্রায় তিন লক্ষ টাকা। চোর পাশের বাড়ির সিঁড়ি বেয়ে বাড়ির দোতলায় উঠে সিঁড়িঘরের গেট খুলে ঘরে প্রবেশ করে হাতিয়ে নেয় সবকিছু। আশ্চর্যের বিষয়, ইমিটেশনের গয়না রেখে নিয়ে যায় আসল সো