কুমারগ্রাম: চুনিয়াঝোরার জঙ্গল থেকে দুই চোরাশিকারিকে গ্রেফতার করল বন বিভাগ
সোমবার কুমারগ্রাম ব্লকের চুনিয়াঝোরা এলাকায় জঙ্গল থেকে দুই চোরাশিকারিকে গ্রেফতার করল বন বিভাগ। জানা গিয়েছে, ধৃতদের নাম শুভজিৎ দাস ও রাজবুল হক। দু'জনই কোচবিহারের বাসিন্দা। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে বন্যপ্রাণী আটকে রাখার ফাঁদ। এদিন ধৃতদের আলিপুরদুয়ার জেলা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিন বন বিভাগের কর্মীরা চুনিয়াঝোরার গভীর জঙ্গলে রুটিন তল্লাশি চালাচ্ছিলেন। সেসময় জঙ্গলে ওই দু'জনকে দেখেন বনকর্মীরা।