করিমগঞ্জ: ময়না জিপিতে অরুণোদয় ৩.০ প্রকল্পের হিতাধিকারীদের হাতে মুখ্যমন্ত্রীর দেওয়া চিঠি তুলে দিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক
ময়না জিপিতে অরুণোদয় ৩.০ প্রকল্পের হিতাধিকারীদের হাতে মুখ্যমন্ত্রীর দেওয়া চিঠি তুলে দিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক। বুধবার ময়না জিপিতে অরুণোদয় ৩.০ প্রকল্পের হিতাধিকারীদের হাতে মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার দেওয়া চিঠি ও এলপিজির সুলভ ইন্ধন যোজনার ফ্রম তুলে দিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমেদ। তারপর রাজ্যে সরকারের বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক দিক নিয়ে আলোচনা করেন বিধায়ক সিদ্দেক আহমেদ।