গত দু’বছরের মতো এ বছরও চাঁদপাড়া উচ্চ বিদ্যালয়ে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজন করা হলো খাদ্য মেলা। বৃহস্পতি ও শুক্রবার—এই দু’দিন ধরে অনুষ্ঠিত এই খাদ্য মেলায় ১০০টিরও বেশি খাবারের দোকান অংশগ্রহণ করে। স্কুল প্রাঙ্গণ জুড়ে ছিল উৎসবের আমেজ। মেলায় উপস্থিত ছিলেন রামপুরহাট ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি সাহারা মণ্ডল, মারগ্রাম থানার ওসি জাহিদুল ইসলাম-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। অনুষ্ঠানে প্রধান অতিথিরা ছাত্রছাত্রীদের উদ্যোগ ও সৃজনশীলতার প্রশংসা করেন।