বিশালগড়: রাস পূর্ণিমায় ব্রজপুর নাথ মন্দিরে সত্যনারায়ণ উৎসব
রাস পূর্ণিমা উপলক্ষে ব্রজপুর নাথ মন্দিরে অনুষ্ঠিত হয় সত্যনারায়ণ উৎসব।ব্রজপুরের অসংখ্য সত্যনারায়ণ ভক্তদের উপস্থিতিতে উৎসবটি অনুষ্ঠিত হয় অত্যন্ত আনন্দ ও ভক্তিভরে। এই উৎসব ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।